শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানের সহায়তা চায় না তালেবান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভেঙে গেছে শত শত বাড়িঘর। এখনো চলছে উদ্ধার কাজ। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিবেশী পাকিস্তান থেকে সহায়তা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। তবে তা গ্রহণ করতে অস্বীকার করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তর্র্র্বর্তীকালীন সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তানের কাছ থেকে সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছে। মূলত সাম্প্রতিক নানা ইস্যুতে এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে।

গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটার শক হয়। যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে।

 এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার। এর পর বুধবার এ অঞ্চলে আরেকটি ভূমিকম্প হলে আরও ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ খবর