শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হামাসের হাতে জিম্মিদেরও হত্যা করছে ইসরায়েল

ইসরায়েলে গত শনিবার অতর্কিত আক্রমণ চালিয়ে দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশিকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। সেই জিম্মিদের মুক্তির জন্য নানা শর্তও জুড়ে দিয়েছে ইসরায়েল। তাদের মুক্তির জন্য গাজায় বিমান হামলা শুরু করে। সেই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস।

গত ২৪ ঘণ্টায় এসব বন্দি ইসরায়েলি ও বিদেশি জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা। ইজ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বিমান হামলায় পাঁচটি পৃথক স্থানে ‘বিদেশিসহ ১৩ জিম্মি’ নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, জিম্মিদের মধ্যে ছয়জন উত্তর ডিস্ট্রিক্টের দুটি পৃথক স্থানে বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা ডিস্ট্রিক্টের তিনটি স্থানে হামলায় আরও সাতজন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর