সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফের তীব্র ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

শক্তিশালী ভূমিকম্পে আবার কাঁপল আফগানিস্তান। গতকাল সকালে পশ্চিম আফগানিস্তানে আবার ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ৬.৩। সকাল ৯টা ৬ মিনিটে কম্পন অনুভূত হয়। এ কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, হেরাট শহরে কম্পন অনুভূত হয়েছে। এই হেরাটেই শনিবার তীব্র ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে বেশ কয়েকটি বড় মাপের ভূমিকম্পে আফগানিস্তানের হেরাটে অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সেই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই বুধবার আবার কেঁপে ওঠে আফগানিস্তান। ওই দিন সকালে হেরাট প্রদেশের সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। তাতে কয়েক জনের মৃত্যু হয়।

 

সর্বশেষ খবর