শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব

ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব

ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসলামী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে সৌদি আরব। আট দিনের যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত ও ব্যাপক বিমান হামলার পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আহ্বান করা হয়েছে। সে অনুযায়ী আগামী পরশু বুধবার বৈঠক বসবে। ইসলামিক সামিটের বর্তমান চেয়ারম্যান এবং ওআইসির নির্বাহী  কমিটির চেয়ারম্যান সৌদি আরব। তারা এবার গাজায় সামরিক  অভিযান এবং একে কেন্দ্র করে অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রী পর্যায়ে উন্মুক্ত এ বৈঠক আহ্বান করেছে। এতে গাজায় বসবাসকারী বেসামরিক জনগণের বিপর্যয়কর অবস্থা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে। আরব নিউজের খবরে বলা হয়, গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসকে ধ্বংস করে দিতে ইসরায়েল তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অবিরামভাবে গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে তারা। এতে কমপক্ষে ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন।

 

সর্বশেষ খবর