রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পুতিনের সঙ্গে হামাসের তুলনা রাশিয়ার কাছে ‘অগ্রহণযোগ্য’

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেছেন। রয়টার্স এ খবর জানিয়েছে। দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এ মুহূর্তে বিপজ্জনক একটি সময়। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য স্থল অভিযান শুরু করলে রুশ নাগরিকদের হুমকি আরও বাড়বে। ইসরায়েল বলেছে, তারা গাজার শাসক গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করতে চায়। দুই সপ্তাহ আগে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। জবাবে গাজায় বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন হামাসের কর্মকান্ডকে ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন।

সর্বশেষ খবর