রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিজ দলেই চাপের মুখে বাইডেন

নিজ দলেই চাপের মুখে বাইডেন

ইসরায়েলের বর্বর হামলায় প্রায় মাসখানেক ধরে দুর্বিষহ জীবনযাপন করছে গাজাবাসী। এই চরম দুর্দশার মধ্যে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন কংগ্রেস যেখানে শুনানির সময় গাজায় যুদ্ধবিরতির জন্য বিক্ষোভ করেছে সেখানে ইসরায়েলকে সমর্থন করে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়ছেন বাইডেন। মোটকথা আরও চাপে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধবিরতির জন্য শুধু আরব দেশই নয়, অনেক পশ্চিমা ও ইউরোপ দেশও আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, বাইডেনের নিজের দলের লোকও ফিলিস্তিন ইস্যুতে মানবিক বিবেচনায় তার বিপক্ষে গিয়ে কথা বলেছে। গত সপ্তাহে মিনেসোটায় বক্তব্য দেওয়ার সময় বাইডেনকে থামিয়ে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন ছুড়ে দেন এক নারী। এ ছাড়া মার্কিন মুসলিমরা আগামী নির্বাচনে বাইডেনকে ভোট দেবেন না বলেও হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, মার্কিন আইনপ্রণেতারা মার্কিন প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে, ইসরায়েলকে সহযোগিতা করার আগে যেন মানবিক খাতিরে গাজার নাগরিকদের জ্বালানি, পানির মতো বিষয়গুলোর নিরাপত্তাও নিশ্চিত করে। মার্কিন রাজনীতিবিদ আলেকজান্দারিয়া ওকাসিয়া করতেজ একটি সাক্ষাৎকারে বলেন, এখনই সময় প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগ করা, যেন যুদ্ধবিরতি দেওয়া হয় সে জন্য গাজার নৃশংসতা সম্পর্কে তাকে বোঝানো দরকার। এদিকে গাজায় হামাসের হাতে বন্দিদের মুক্তি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি চান বাইডেন। এরই মধ্যে তহবিল সংগ্রহের একটি ক্যাম্পেইনে বক্তৃতাকালে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকে বসতে নেতানিয়াহুকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনারা হামলা অব্যাহত রাখবে। তবে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন কংগ্রেসে বিক্ষোভের পাশাপাশি হোয়াইট হাউস ইসরায়েলের বিপক্ষে কঠোর অবস্থান নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। মার্কিন সিনেটররাও গাজা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর