রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়াতে পারে যুদ্ধ : হিজবুল্লাহ

ইসরায়েল দ্রুত গাজায় হামলা যদি বন্ধ না করে তবে যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রথম প্রতিবেশী লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান এ সংঘাত নিয়ে সরাসরি কথা বললেন। ইরান সমর্থিত সশস্ত্র এ সংগঠনের নিজস্ব দুর্র্ধর্ষ সেনাবাহিনী রয়েছে। তারা ইসরায়েলের সমর্থনে ভূমধ্যসাগরে পাঠানো মার্কিন রণতরীকে প্রতিহত করার হুমকিও দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিজবুল্লাহ। হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলে গোলা হামলা চালাচ্ছে। এর আগে ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল হিজবুল্লাহ। শুক্রবার টেলিভিশনে এক ভাষণে নাসরুল্লাহ বলেন, ‘আমরা সম্ভাব্য সব পরস্থিতির জন্য প্রস্তুত। যদি কেউ আঞ্চলিক যুদ্ধ আটকাতে চায় এবং আমি আমেরিকাকে বলছি, তবে অবশ্যই দ্রুত গাজায় হামলা বন্ধ করতে হবে।’ হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের নৌশক্তিকে ভয় পায় না বলেও হুঙ্কার ছাড়ান তিনি। বলেন, ‘আপনারা, আমেরিকানরা, খুব ভালো করেই জানেন, যদি এ অঞ্চলে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে আপনাদের রণতরী কোনো কাজে আসবে না, এমনকি আকাশ থেকে বিমান হামলা চালিয়েও কোনো লাভ হবে না। একমাত্র যাকে মূল্য চুকাতে হবে সে হলো আপনাদের স্বার্থ, আপনাদের সেনা এবং আপনাদের রণতরী।’ নাসরুল্লাহর এ হুঙ্কারের জবাবে ওয়াশিংটনে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, তারা নাসরুল্লাহর ভাষণ সম্পর্কে অবগত আছেন। কিন্তু তারা এ ‘যুদ্ধ উসকানিমূলক কথায়’ প্রলোভিত হবেন না।

সর্বশেষ খবর