রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাস বিরতির পর গতকাল এই হামলা চালানো হয়। চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত বছরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। এতে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হয়। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তিনি বলেন, গতকাল সকালের দিকে কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে মধ্য কিয়েভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো বলেন, ওই এলাকার পাঁচটি ব্যক্তিগত বাড়ি এবং বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এর মধ্যে দুটি রুশ ক্ষেপণাস্ত্র একটি খোলা মাঠে আঘাত করেছে। ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৩১টি রুশ ড্রোনের মধ্যে ১৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলো ইরানের তৈরি শাহেদ ড্রোন। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি বলেন, এই হামলায় তিনজন আহত হয়েছেন। আর বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া।

সর্বশেষ খবর