রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তীব্র বায়ুদূষণে পাকিস্তানে হাজারো মানুষ অসুস্থ

তীব্র বায়ুদূষণে পাকিস্তানে হাজারো মানুষ অসুস্থ

তীব্র বায়ু দূষণে পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত স্মগ বা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন হাজারও মানুষ। ফলে কয়েকটি শহরের কার্যক্রম রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে এ দুর্দশা দেখা দিয়েছে। সম্প্রতি শহরটিতে ধোঁয়াশা বিপজ্জনক স্তরে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, তিনটি শহরের বিদ্যালয়, অফিস, শপিং মল ও পার্কগুলো রবিবার পর্যন্ত বন্ধ রাখার আদেশ দিতে বাধ্য হয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। কয়েক দিন লাহোরের বাতাসে দূষণ অতিমাত্রায় বেড়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রায় ৪০০ ছুঁইছুঁই। যেখানে এ একিউআই ২০০-এর ওপরে থাকলেই বাতাসকে বিষাক্ত বলে বিবেচনা করা হয়। লাহোরের কয়েকজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, এখন নিয়মিতই সেখানে বায়ু দূষণ হচ্ছে। এ বিষাক্ত ও দূষিত পরিবেশই এখন তাদের জীবনের অংশ। ক্ষতিকর এ ধোঁয়াশা তাদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজ মারাত্মকভাবে প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন লাহোরের বাসিন্দারা।

সর্বশেষ খবর