রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোদির লেখা গান গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত

কলকাতা প্রতিনিধি

মোদির লেখা গান গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান। মিলেট (খাদ্যশস্য) নিয়ে লেখা মোদির এ গান ২০২৪ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। ২০২৩ সালটি আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষিত হয়েছে। বছরের শুরু থেকেই খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের ওপর জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তারই অঙ্গ হিসেবে ভারতীয় বংশোদ্ভূত গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী ফাল্গুনী শাহের সঙ্গে হাত মিলিয়ে খাদ্যশস্যের ওপর ‘অ্যাবান্ডেন্স অব মিলেটস’ গানটি লিখেছেন মোদি। গানটি গেয়েছেন মুম্বাইয়ে জন্ম নেওয়া শিল্পী  ফাল্গুনী শাহ ওরফে ফালু এবং তার স্বামী গৌরব শাহ। গত ১৬ জুন মুক্তি পায় গানটি। গানের মূল ভাষা ইংরেজি। তবে গানটিতে হিন্দি ভাষাও ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ খবর