রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া চিঠি পাচ্ছেন নির্বাচনি কর্মকর্তারা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নির্বাচনি কর্মকর্তারা সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া চিঠি পেতে শুরু করেছেন। এ অবস্থায় এফবিআই খামের ভিতরে পাঠানো ওইসব চিঠির সঙ্গে বিষাক্ত দ্রব্য আছে কি না- তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে।

সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন নিয়ে কর্মব্যস্ত কর্মকর্তারা শুক্রবার দ্বিতীয় দফায় এমন হুমকিমূলক চিঠি পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন। ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওরেগন, নেভাদা এবং ওয়াশিংটনসহ সারা   আমেরিকার অসংখ্য নির্বাচনি অফিসে আসা রহস্যজনক খামের ভিতরে ‘ফেন্টানিল’র অস্তিত্ব পাওয়া গেছে। এ ঘটনাকে এই স্টেটের ‘সেক্রেটারি অব স্টেট’ স্টিভ হবস ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা’ হিসেবে মনে করছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে স্টিভ হবস গণমাধ্যমকে বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশেই এ কান্ড করা হচ্ছে।

সর্বশেষ খবর