বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাইডেনের বিরুদ্ধে মামলা

বাইডেনের বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নতুন করে চাপ বাড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছে নিউইয়র্কের সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)। বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, গাজায় হামাস-ইসরায়েল সংঘর্ষ এবং গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক ও মার্কিন আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ থামাতে মার্কিন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ অভিযোগে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি হয়েছে। সিসিআরের মতে, গাজায় ইসরায়েল যেভাবে বেসরকারি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে, তা গণহত্যার সামিল। ১৯৪৮ সালে আন্তর্জাতিক কনভেনশনে হত্যা বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো শক্তি এবং প্রভাব ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘর্ষ থামাতে মার্কিন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে এ মামলা। সংস্থার তরফে আরও বলা হয়েছে যে, বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে আমেরিকা। সেই সঙ্গে হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেওয়া হচ্ছে সামরিক সাহায্য। আন্তজার্তিক আইন অনুযায়ী এটা নীতিবিরুদ্ধে বলে মনে করছে সিসিআর।

আর মার্কিন মদত পাওয়ার পরেই গাজায় বসবাসকারী ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকা  চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় ইসরায়েলকে যাতে জো বাইডেন প্রশাসন অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক সহায়তা না দেয়, তার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিন নাগরিকদের গণহত্যা বন্ধে জন্য প্রেসিডেন্ট যাতে আশ্বাস দেন, তা-ও নিশ্চিত করার কথা বলা হয়েছে দায়ের করা পিটিশনে।

সর্বশেষ খবর