শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নির্বাচনি সম্ভাবনা বাড়ল

দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরিফ

দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরিফ

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে চার বছর অনেকটা নির্বাসনে কাটিয়ে পাকিস্তানে ফিরেছেন দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে দেশে ফিরেই আদালত থেকে স্বস্তির একটা রায় পেয়েছেন। অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় তাকে ইসলামাবাদ হাই কোর্ট খালাস দিয়েছেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নওয়াজের দল পিএমএল-এনের জন্য এটিকে বড় সুখবর বলে মনে করা হচ্ছে।

রয়টার্স জানায়, যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদ  দেওয়া হয়। এর পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে।

নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়া নওয়াজ শরিফকে ক্ষমতায় ফেরার পথ সুগম করল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরেক দুর্নীতি মামলায় আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। এর মাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

সর্বশেষ খবর