মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতে মিলল ‘ব্লাক প্যান্থার’

ভারতে মিলল ‘ব্লাক প্যান্থার’

কালো রঙের চিতা। যেটা ব্লাক প্যান্থার নামেই সবাই চেনে। সেই অত্যন্ত বিরল এই প্রাণীর হদিস পাওয়া গেল ভারতে। দেশটির ওড়িশার জঙ্গলে মিলেছে তার অস্তিত্ব।

ওড়িশায় বাঘশুমারি চলাকালীন চিতাবাঘটি ক্যামেরায় ধরা পড়েছে। বাঘ রয়েছে এমন জঙ্গলগুলোতে ক্যামেরা লাগানো হয়েছিল। একটি জঙ্গলে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে বিরল চিতাবাঘটি। ওড়িশার মুখ্য বন এবং বন্যপ্রাণী সংরক্ষক সুশান্ত নন্দ এক্স হ্যান্ডলে বিরল কালো রঙের চিতাবাঘটির ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘বাঘশুমারি চলাকালীন জঙ্গলে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়েছে বিরল চিতাবাঘটি। এই শুমারিতে আরও বেশ কিছু আকর্ষণীয় অজানা বন্যপ্রাণীর ছবিও প্রকাশ্যে আসতে পারে।’? গত অক্টোবর থেকে বাঘশুমারি শুরু করেছে ওড়িশা সরকার। এর আগে সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল।

সর্বশেষ খবর