শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজার সুড়ঙ্গ ডোবাতে পানি ঢালছে ইসরায়েল

গাজার সুড়ঙ্গ ডোবাতে পানি ঢালছে ইসরায়েল

গাজার মানুষকে ধ্বংস ও পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার সব আয়োজন করছে ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদের নির্মূলে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার গাজার সুড়ঙ্গে এখনো হামাসের নেতারা লুকিয়ে আছে বলে অভিযোগ ইসরায়েলের। তাদের বক্তব্য, পণবন্দিদেরও সেখানে রাখা হয়েছে। পাশাপাশি হামাস যোদ্ধারা এখনো সুড়ঙ্গ থেকে লড়াই চালাচ্ছে বলে অভিযোগ। এবার সেই সুড়ঙ্গে সমুদ্রের পানি পাম্প করে ঢোকানো শুরু হয়েছে। এভাবে সুড়ঙ্গে পানি ঢোকাতে এক সপ্তাহেরও বেশি সময় লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য, এর ফলে গাজার খাওয়ার পানি সংক্রমিত হতে পারে। মার্কিন একাধিক সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে। কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজার প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন যে, বিভিন্ন জায়গায় ইসরায়েলের সেনা এ কাজ শুরু করেছে। এদিকে জাতিসংঘের সাধারণসভায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত পাস হয়েছে। আমেরিকা, ইসরায়েলসহ ১০টি দেশ এর বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু বাকি ১৫৩টি দেশ সিদ্ধান্ত সমর্থন করেছে। জাতিসংঘে ফিলিস্তিনের কূটনীতিকরা বলেছেন, এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত। যেখানে এতগুলো দেশ এ সিদ্ধান্তকে সমর্থন করল। ফিলিস্তিনের প্রতিনিধিদের বক্তব্য, গাজার লড়াই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সমবেদনা দেখা যাচ্ছে, তারই বহিঃপ্রকাশ এ ঐতিহাসিক সিদ্ধান্ত।

সর্বশেষ খবর