মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এবার ব্ল্যাক হোল অভিযানে ভারত

চন্দ্রবিজয় হয়েছে, সূর্যের কাছে পৌঁছে যাচ্ছে ভারতের আদিত্য এলওয়ান। এসবের মধ্যেই এবার ব্ল্যাক হোল রহস্য সমাধানে অভিযানে যাবে ভারতের যান। আর এই অভিযান এমন সময় করা হয়, যখন দেশটির মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে ব্যস্ত। নববর্ষের প্রথম সকাল ৯টা ১০ মিনিটে আকাশ পানে রওনা দেয় নিজেদের তৈরি এক্সরে পোলারিমিটার উপগ্রহ এক্সপোস্যাট। এ উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে পিএসএলভি সি৩৮ রকেট। ব্ল্যাক হোল হলো যখন কোনো তারা বা নক্ষত্রের মৃত্যু হয়, তখন তা নিজের মাধ্যাকর্ষণের চাপে ভেঙে যায় এবং তৈরি হয় ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার। মহাবিশ্বে ব্ল্যাক হোলের গ্র্যাভিটশনাল ফোর্স সবচেয়ে বেশি থাকে। এদিকে এক্সপোস্যাট উড্ডয়নের ২২ মিনিট পর অর্থাৎ সকাল ৯টা বেজে ৩২ মিনিটে ইসরো ঘোষণা করে, এই উৎক্ষেপণ সফল হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর