শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দলীয় নেত্রীর কাছে ইস্তফা সাংসদ মিমির, মমতার না

কলকাতা প্রতিনিধি

দলীয় নেত্রীর কাছে ইস্তফা সাংসদ মিমির, মমতার না

ভারতের লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও সেই ইস্তফাপত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রহণ করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে ওই ইস্তফাপত্র জমা দেন বলে জানা গেছে। সেখান থেকে বেরিয়ে মিমি জানান, তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। শুধু তাই নয়, এদিন একগুচ্ছ অভিযোগও করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। এ সময় তিনি দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন ‘আমার সম্পর্কে কিছু মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছেন এবং আমাকে নিয়ে বিভিন্ন রকম প্ররোচনামূলক মন্তব্য করছেন। কিন্তু আমি কি কখনও খারাপ কথা বলেছি? কেউ কেউ আবার সংসদে আমার অ্যাটেনডেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু আমাদের তো আরেক টা দিক (অভিনয়) আছে। সবদিক ব্যালেন্স করে চলতে হয়। তার অভিমত ‘আমি গালাগাল খাওয়ার মতো কিছু করি নি। রাজনীতি না করার কারণ হিসাবে তিনি এদিন বলেন ‘আমার রাজনীতি না করার কারণ হল আমি রাজনীতিটা বুঝি না। কারণ রাজনীতিতে একটা চালের প্যাকেট দিয়ে ছবি তুলতে হয়। সেগুলো খুব একটা আমার পছন্দ নয়।

 

সর্বশেষ খবর