শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মহাকাশে পরমাণু অস্ত্র তৈরি করছে রাশিয়া!

ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে যখন রাজনৈতিক টানপড়েন চলছে, ঠিক তখনই পার্লামেন্ট সদস্যরা মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট হাতে পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিষয়টি আপাতত গোপন রাখার চেষ্টা করলেও কয়েকজন সংসদ সদস্য প্রকাশ্যে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বিশেষ করে পার্লামেন্টে নিম্ন কক্ষে রিপাবলিকান দলের নেতা মাইক টার্নার ‘জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি’ নিয়ে অস্পষ্ট বিবৃতি প্রকাশ করায় সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যমেও সেই গোপন রিপোর্টের কিছু খ চিত্র প্রকাশিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কংগ্রেসের সদস্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে, মার্কিন প্রশাসন রাশিয়ার নতুন এক সামরিক ক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন। মহাকাশে কাজে লাগানো যায়, এমন এক পরমাণু অস্ত্র সৃষ্টি করে রাশিয়া যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করছে। বাইডেন প্রশাসন তাই কংগ্রেসের সদস্য ও ইউরোপে সহযোগী দেশগুলোকে বিষয়টি জানিয়েছে। নিউইয়র্ক টাইমস সংবাদপত্র মার্কিন প্রশাসনের এক বর্তমান ও এক প্রাক্তন কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার মহাকাশ-ভিত্তির পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খ চিত্র অনুযায়ী রাশিয়া এখনো সেই ক্ষমতা আয়ত্ত করেনি। তবে সেই লক্ষ্যে কাজ করছে। ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা অবিলম্বে কোনো হুমকির কারণ দেখছে না। রিপাবলিকান দলের নেতা টার্নার সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্যে গোপনীয়তার বেড়াজাল সরিয়ে সেই হুমকির বিষয়ে কংগ্রেস, প্রশাসন ও সহযোগী দেশগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার অনুরোধ জানিয়েছেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে তিনি মনে করেন।

সম্প্রতি তিনি মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদলের সঙ্গে ইউক্রেন সফর করে সে দেশের কঠিন পরিস্থিতি সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেন। ডয়চে ভেলে

 

সর্বশেষ খবর