শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জেলেই মৃত্যু পুতিনের সমালোচক নাভালনির

জেলেই মৃত্যু পুতিনের সমালোচক নাভালনির

রাশিয়ার কারাগারে মৃত্যু হলো অ্যালেক্সেই নাভালনির। তার বয়স হয়েছিল ৪৭। এমনটাই দাবি সংবাদ সংস্থা এএফপির। ১৯ বছরের কারাদন্ডের সাজায় তিনি জেলেই ছিলেন। তার বড় পরিচয় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বড় সমালোচক ও বিরোধী দলীয় নেতা। রাশিয়ার ফেডারেল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাঁটতে বেরিয়েছিলেন নাভালনি। তখনই অসুস্থতা বোধ করেন তিনি। খানিকক্ষণের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। দ্রুত অ্যাম্বুলেন্স টিম হাজির হয় ঘটনাস্থলে। সেই দলই তাকে মৃত বলে ঘোষণা করে। নাভালনি ক্রেমলিনের অন্দরে চলা দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলার ডাকও দিতে দেখা গিয়েছিল তাকে। এহেন পরিস্থিতিতে জালিয়াতি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে নাভালনিকে দোষীসাব্যস্ত করেন রাশিয়ার একটি আদালত। তার সাজার মেয়াদ বাড়িয়ে ৯ বছর করা হয়। পরে তা আরও বাড়ে। এবার একলাফে তা বেড়ে হয় ১৯ বছর।

১৭ মার্চ নির্বাচন হবে রাশিয়ায়। তার আগেই মৃত্যু হলো নাভালনির। গত বছরের একেবারে শেষে তার খোঁজ মিলেছিল সাইবেরিয়ার কারাগারে। মস্কোর ১৯০০ কিলোমিটার উত্তরপূর্বে ইয়ামালো-নেনেটস অঞ্চলের খার্প শহরে অবস্থিত সেই জেলেই ছিলেন তিনি। প্রসঙ্গত, পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার লিটভিনেঙ্কোর মৃত্যু হয়েছে আগেই। এবার মৃত্যু হলো নাভালনিরও।

 

 

সর্বশেষ খবর