মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জিন পিংকে ‘রাশিয়ার প্রেসিডেন্ট’ বলায় বাইডেনের সমালোচনা

হোয়াইট হাউসে ন্যাশনাল গভর্নরস অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এ সময় জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে রাশিয়ার প্রেসিডেন্ট বলে মন্তব্য করেন। অবশ্য কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করেন এবং জিন পিংকে চীনের প্রেসিডেন্ট বলেন। তবে বিষয়টি নিয়ে সরগরম গণমাধ্যম। বাইডেন তার দুর্বল স্মৃতিশক্তি এবং বয়স বাড়ার কারণে অনেক বিষয় ভুলে যাওয়ায় বহুবার সমালোচিত হয়েছেন। এবারও তাই ঘটল। জানা গেছে, অনুষ্ঠানে একটি পুরনো ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাইডেন বলেছিলেন, ‘তিনি (বারাক ওবামা) আমাকে শি জিন পিং সম্পর্কে তথ্য নিতে বলেছিলেন, কারণ তিনি (জিন পিং) রাশিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন। সে সময় রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাই ওবামা চেয়েছিলেন আমি তাদের সম্পর্কে তথ্য জোগাড় করি।’

বাইডেনের দুর্বল স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন উঠছে : বাইডেন ইতোমধ্যে জিন পিংয়ের সঙ্গে ১৭ হাজার মাইল দীর্ঘ ভ্রমণের কথা বলেছেন। তবে, বাইডেনের এ দাবিগুলো মিডিয়া রিপোর্টে প্রত্যাখ্যান করা হয়েছে। মিডিয়া রিপোর্ট বলছে যে বাইডেন ২০১১ সালে চীন সফর করেছিলেন এবং সেখানে তিন দিন ছিলেন। তবে হোয়াইট হাউসও বাইডেনের দাবি অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে জো বাইডেনের স্মৃতির অক্ষমতা এবং স্বাস্থ্য উদ্বেগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাইডেন সম্প্রতি মিসরকে মেক্সিকো বলে বর্ণনা করেছিলেন।

সর্বশেষ খবর