সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার নতুন বোমায় তছনছ ইউক্রেন

সিএনএনের রিপোর্ট

সাম্প্রতিক সময় ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী এরিয়াল বোমা ব্যবহার শুরু করেছে রাশিয়া। এই বোমা এত শক্তিশালী যে তা ইউক্রেনের প্রতিরক্ষাকে চুরমার করে দিচ্ছে। ফ্রন্টলাইনে বাড়ছে ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যাও। রাশিয়া এ জন্য ব্যবহার করছে সোভিয়েত আমলের পুরনো মডেলের একটি বোমা। তবে ওই বোমায় ছোট একটি সংযোজন করেছে দেশটি। এর ফলে বিমান থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইনের ওপর নির্ভুলভাবে ফেলা যাচ্ছে বোমাগুলো। সিএনএন জানিয়েছে, ওই বোমাগুলো এতটাই শক্তিশালী যে, এটি যেখানে পড়ে সেখানে ১৫ মিটার প্রশস্ত গর্ত হয়ে যায়। এর নাম এফএবি-১৫০০। ১.৫ টনের এই বোমার অর্ধেক ওজন শুধু বিস্ফোরকেরই। এই বোমাগুলো রাশিয়া ফেলে ৬০ থেকে ৭০ কিলোমিটার উঁচু থেকে। এত উঁচুতে ইউক্রেনের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পৌঁছায় না। ফলে ইউক্রেনের প্রতিরক্ষা দ্রুত ধ্বংস করে সেই এলাকা দখলে নিয়ে নিচ্ছে রাশিয়া। সাম্প্রতিক কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে এই বোমা যুদ্ধের সব হিসাব-নিকাশ বদলে দিচ্ছে। এসব বোমা দিয়ে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিচ্ছে। রাশিয়া পুরাতন এফএবি-১৫০০ বোমার সঙ্গে একটি গাইডেন্স সিস্টেম জুড়ে দিয়ে এটিকে আরও ভয়ংকর করে তুলেছে। এ কারণে রুশ পাইলটরা নিরাপদ উচ্চতা থেকে সহজেই বিভিন্ন টার্গেটে হামলা চালাতে পারে। দনিয়েতস্ক অঞ্চলে রাশিয়ান আক্রমণে এফএবি বোমার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠছে। গত মাসে দনিয়েতস্ক অঞ্চলের বড় শহর আভদিভকা দখলে নেয় রাশিয়া। এই শহরটি ছিল ইউক্রেনের সব থেকে শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটিগুলোর একটি। সেই প্রতিরক্ষা ধ্বংস করতে এফএবি ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত সিএনএনকে বলেছেন, আভদিভকার যুদ্ধের সময় কয়েক দিনের মধ্যে কয়েক শ বোমা নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়া এখন শুধু ফ্রন্টলাইনেই এই বোমা ফেলছে না। ফ্রন্টলাইন থেকে বহু দূরে থাকা ইউক্রেনীয় কমান্ড পোস্ট, সাপ্লাই লাইন ও অস্ত্র মজুদাগারেও এফএবি ফেলছে।

 রাশিয়া। এই বোমাগুলো এত শক্তিশালী যে কোথাও আশ্রয় নিয়েও আর লাভ নেই।

সর্বশেষ খবর