সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন কমিশনারের পদত্যাগে ভারতজুড়ে তোলপাড়

নির্বাচন কমিশনারের পদত্যাগে ভারতজুড়ে তোলপাড়

অরুণ গোয়েল

ভারতের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। লোকসভা নির্বাচনের আর মাস দুয়েক বাকি। তার মধ্যেই শনিবার তিনি পদত্যাগ করেন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গোয়েলের পদত্যাগপত্র গ্রহণও করেছেন। গতকাল এনডিটিভি জানায়, অরুণ গোয়েল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করতে বলা হয়েছিল। এদিকে ঠিক কী কারণে হঠাৎ পদত্যাগ করেছেন, তা জানাননি অরুণ গোয়েল। লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল অরুণ গোয়েলকে। একাধিক রাজ্যে ভোট প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেছেন তিনি। গত সপ্তাহে পশ্চিমবঙ্গেও গিয়েছিলেন। তার ইস্তফার পর সব দায়িত্ব এবার জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কমিশনার রাজীব কুমারের। আগেই তিন সদস্যের এই কমিশনে একজন কমিশনার পদ ফাঁকা ছিল। তারপর অরুণ গোয়েলের পদত্যাগ! ফলে কমিশনে এখন অবশিষ্ট আছেন শুধু প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি রাজীব কুমার। কিন্তু কেন আকস্মিক এই পদত্যাগ? এ নিয়ে ভারতের সর্বত্র আলোচনা, সমালোচনা। এ নিয়ে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগ-সংক্রান্ত একটি নতুন আইন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছিল কমিশনার অরুণ গোয়েলের। তারই কারণে তিনি পদত্যাগ করেছেন। 

সর্বশেষ খবর