বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অরুণাচল নিজের দাবি করল চীন, ভারত বলল অযৌক্তিক

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে ভারত এ দাবি সর্বদাই প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যে গত শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাং ‘বিতর্কিত’ ভূখ নিয়ে বিবৃতি দেন। সেখানে অরুণাচলের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। বেইজিংয়ের দাবি ভারতের নয়, বরং চীনের অবিচ্ছদ্য অংশ অরুণাচল। যদিও জায়গাটির নাম আদতে ‘জাংনান’। রেড আর্মির ওই কর্মকর্তা আরও বলেন, ভারতের দাবি অবৈধ। ওই দাবিকে স্বীকৃতি দেয় না চীন। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি।

এর পরই গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, ‘বিষয়টি নিয়ে বারবার ভিত্তিহীন দাবি করলেই এ ধরনের দাবি কোনো বৈধতা পেয়ে যায় না।’ তিনি বলেন, অরুণাচল প্রদেশ নিয়ে চীন অযৌক্তিক দাবি করছে। চীনের সঙ্গে সীমান্ত থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল সবসময়ই ‘ভারতের অবিচ্ছেদ্য এবং অখ অংশই’ থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গ উদ্বোধন করেছিলেন। তার পরই উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে ‘তৎপর’ হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সরকার।

সর্বশেষ খবর