বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিলে তাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াস!

২০২৪ সালে এল নিনোর আরও দাপট বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এল নিনোর দাপট বাড়লে বিশ্বজনীন তাপমাত্রাও বাড়বে অনেকটা। এর তাৎক্ষণিক প্রমাণ দেখছে ব্রাজিল। সব রেকর্ড ভেঙে ফেলল এবারের গরম। আকর্ষণীয় শহর রিও ডি জেনেইরো কার্যত ফুটছে। তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু সেখানকার গরম ওই তাপমাত্রার মাপকাঠিতে বিচার করা ভুল হবে। কারণ আর্দ্রতাসহ বেশকিছু জিনিস বিচার করে গরমটা ঠিক কতটা গায়ে লাগছে তার বিচারে বা ফিল লাইক বা অনুভব তাপমাত্রা রিও-তে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে রিও-তে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অসহ্য গরমের কারণে স্কুল, কলেজসহ বেশকিছু অফিস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, গত ৪৯ বছরে রিও-তে এত গরম পড়েনি। ক্রমাগত গাছ কাটা, রাস্তায় মাত্রাতিরিক্ত গাড়ির কারণে রিও-তে এই গরম বলে মনে করা হচ্ছে। তীব্র গরম থেকে কিছুটা বাঁচতে বিখ্যাত কোপাকাবানা ও ইপানেমা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন মানুষ। এল নিনোর জন্য সমুদ্র পৃষ্ঠের ওপরিভাগের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে।

 

সর্বশেষ খবর