বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জেল থেকে দ্বিতীয় নির্দেশ কেজরিওয়ালের

জেল থেকে দ্বিতীয় নির্দেশ কেজরিওয়ালের

এক সপ্তাহ হতে চলল দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) প্রধান ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন। ওই সময়েই আপের পক্ষ থেকে বলা হয়েছিল, কারাগার থেকেই সরকার চালাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সেই অনুযায়ী প্রথম দফায় পানি বিভাগে নির্দেশ দিয়েছিলেন। আর গতকাল ফের একবার জেল থেকে অর্ডার জারি করেছেন তিনি। গতকাল স্বাস্থ্য বিভাগের জন্য নির্দেশ জারি করে বলেছেন, সমস্ত মহল্লা ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ পৌঁছে দিতে হবে। ক্যাবিনেট মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কেজরিওয়ালের নির্দেশ সংবাদমাধ্যমে জানান। তিনি বলেন, দিল্লির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আমাদের মুখ্যমন্ত্রী। তাঁর অনুপস্থিতিতে যেন রাজধানীর মানুষ কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বলেছেন তিনি।

দ্বিতীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাওয়ের।

এদিকে কেজরিওয়ালের মুক্তির দাবিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় আপ। অবশ্য এ কর্মসূচি বানচাল করে দিয়েছে দিল্লি পুলিশ। এ ছাড়া বিক্ষোভের অনুমতি না দিয়ে বিক্ষোভ-সমাবেশের স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতে বিজেপির তরফেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে দিল্লিতে চলছে তুলকালাম।

সর্বশেষ খবর