বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল তিন কিলোমিটার সেতু

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল তিন কিলোমিটার সেতু

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে তিন কিলোমিটার দীর্ঘ ব্রিজটি জাহাজের ধাক্কায় ভেঙে যায় -এএফপি

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ব্রিজটি এলাকার যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। বড় কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে যেভাবে এটি ভেঙে পড়েছে, তাতে সবাই বেশ অবাক। জাহাজটিতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। সোমবার রাতে এ ঘটনায় কম করে হলেও ২০ জন ও অনেক গাড়ি নদীতে পড়ে যায়। কর্তৃপক্ষ এ ঘটনাটিকে একটি ‘মাস ক্যাসুয়ালটি ইভেন্ট’ বলে ঘোষণা করেছে অর্থাৎ এতে প্রচুর লোক হতাহত হবেন বলে ধরেই নেওয়া হচ্ছে। এ সেতুটি ছিল তিন কিলোমিটার লম্বা। বাল্টিমোর শহর ঘিরে যে ‘৬৯৫ অরবিটাল হাইওয়ে’ রয়েছে, এ সেতুটি ছিল তারই অংশ। ধাক্কা দেওয়া জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী।

 

 

সর্বশেষ খবর