রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনার কবলে জ্যাকব জুমা

সড়ক দুর্ঘটনার কবলে জ্যাকব জুমা

আগামী ২৯ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনে অংশ নিতে পারছেন না সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তার নির্বাচনি লড়াইয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির নির্বাচনি দফতর। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এ তথ্য জানার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জুমা।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাতাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তবে ৮১ বছর বয়সী জুমা ও তার দেহরক্ষী সবাই অক্ষত আছেন। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পুলিশ এক্স পোস্টে জানায়, এক মদ্যপ চালক সাবেক প্রেসিডেন্টকে বহনকারী রাষ্ট্রীয় সশস্ত্র গাড়িতে সজোরে আঘাত করে। এতে জ্যাকব জুমা ও তার দেহরক্ষীরা দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় ৫১ বছর বয়সী মদ্যপ ওই চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বর্ষীয়ান নেতা। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ২০১৮ সালে ক্ষমতা ছাড়তে হয় তাকে। তবে দেশটির রাজনীতিতে এখনো তার প্রভাব রয়েছে। আদালত অবমাননার দায়ে ২০২১ সালে কারাগারে যেতে হয়েছিল জুমাকে। এতে তার রাজনৈতিক জীবন বড় ধরনের ধাক্কা খায়। আলজাজিরা

সর্বশেষ খবর