মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতে এনআরসির বিরোধিতা করে চিঠিতে মন্ত্রীকে হুমকি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে যদি ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) এবং ‘জাতীয় নাগরিক পঞ্জি’ (এনআরসি) চালু হয় এবং এর ফলে মানুষের ওপর অত্যাচার নেমে আসে তবে পশ্চিমবঙ্গ ও সমগ্র ভারত জ্বলবে। প্রভাব পড়বে মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় স্থান ঠাকুরনগরেও। এই মর্মে একটি হুমকি চিঠি পেয়েছেন দেশটির কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ওই হুমকিতে এও লেখা হয়েছে, কেউ আপনাদের ঠাকুর পরিবারকে বাঁচাতে পারবে না। হুমকিদাতা নিজেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি করেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই হুমকি চিঠি আসার পরই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শীর্ষ নেতা। গতকাল দুপুরে পোস্ট মারফত এই হুমকি চিঠিটি পান শান্তনু। এরপরই ঠাকুরনগরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার প্রশাসনকে এ জন্য দায়ী করে সমালোচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ ‘রাজ্যের প্রশাসনের মদদেই এ ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো আশ্রয় পাচ্ছে, তারা পুষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমি জানতে চাই ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে কীভাবে একজন মন্ত্রীকে হুমকি দিতে পারে।’

 

সর্বশেষ খবর