মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
রাশিয়ায় বন্যা

তলিয়ে গেল ১০ হাজার বাড়ি

রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়ংকর বন্যা দেখা দিয়েছে। এতে ১০ হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। এরই মধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত রাশিয়ায় গত কয়েকদিনে তুষার গলে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উরাল নদীর পানি। এতে ওই বাঁধটি ভেঙে যায় এবং ৩৯টি অঞ্চলের ১০ হাজার ৪০০টি আবাসিক ভবন প্লাবিত হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলেছে, বন্যা মঙ্গলবার চরম সীমায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করছে। পরিস্থিতি ২০ এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে। রাশিয়ার উরাল পার্বত্য এলাকা এবং সাইবেরিয়ার বিভিন্ন এলাকার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর