বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে

কিয়েভে ব্লিঙ্কেন

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তে রুশ বাহিনীকে মোকাবিলার মধ্যেই কিয়েভে পা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত মাসে মার্কিন কংগ্রেসে ৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাস হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তার প্রথম সফর। গতকাল সকালে রেলযোগে কিয়েভে পৌঁছান ব্লিঙ্কেন।  সেখানে তিনি বলেছেন, ইউক্রেনের পথে রয়েছে মার্কিন সামরিক সহযোগিতা। এসব অস্ত্র রণক্ষেত্রে প্রকৃত পার্থক্য গড়ে দেবে। কিয়েভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছেন, আমরা জানি এটি কঠিন সময়। রণক্ষেত্রে রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা প্রকৃত পার্থক্য গড়ে দেবে। প্রায় এক মাস আগে মার্কিন কংগ্রেসে দীর্ঘ প্রতীক্ষিত ইউক্রেনের জন্য ৬০০ কোটি ডলার মূল্যের সহযোগিতা অনুমোদন করেছে। মার্কিন সহযোগিতা কংগ্রেসে আটকে পড়ায় ইউক্রেন গোলাবারুদের ঘাটতি পড়েছিল। ব্লিঙ্কেন বলেছেন, কিছু সহযোগিতা পথে রয়েছে এবং কিছু ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি ব্লিঙ্কেনের চতুর্থ সফর। তিনি কিয়েভে পৌঁছার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কিসহ শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রণক্ষেত্রের অগ্রগতি, নতুন মার্কিন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অন্যান্য প্রতিশ্রুতি এবং ইউক্রেনীয় অর্থনীতি পুনরুদ্ধার জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

সর্বশেষ খবর