শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক নিহত

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনের মৃত্যু হয়েছে। গতকাল দেশটির একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের বরাত দিয়ে এবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের এনগা প্রদেশের কাওকালাম গ্রামে স্থানীয় সময় ভোর ৩টায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। আনুমানিক ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে মৃত্যুর এ সংখ্যাটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে স্থানীয়দের পাথর ও গাছের নিচ থেকে লাশ বের করতে দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। পারগেরা শহরের একটি নারী ব্যবসায়িক সমিতির পরিচালক এলিজাবেথ লারমা বলেছেন, ভূমিধসের কারণে পোরগেরা শহর ও গ্রাম সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে    উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গ্রামের বাসিন্দা নিঙ্গা রোল জানিয়েছেন, ভূমিধসে তার তিন আত্মীয়          মারা গেছেন।

ধসে পড়া ভবনের নিচ থেকে লাশ খুঁজে বের করা মুশকিল হয়ে পড়েছে।

সর্বশেষ খবর