শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

হ্যানয়ের অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ১৪

ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিদুর্ঘটনায় ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। রাজধানীর জনবহুল কাউ গেই জেলার ভবনটিতে আগুন ধরে গেলে সেখান থেকে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এ জেলায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এএফপি, বাসস।

উদ্ধারকারীরা বাইরের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আটকে পড়া সাত ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। প্রতিবেশীরা আতশবাজির মতো বিস্ফোরণের শব্দ ও মানুষের চিৎকার শুনতে পান।

এক বিবৃতিতে হ্যানয় পুলিশ জানিয়েছে, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অ্যাপার্টমেন্ট ভবনের সামনে রাখা বেশকিছু মোটরসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল ও বাইসাইকেল আগুনে পুড়ে গেছে। রাত ১টা বেজে ২৬ মিনিট নাগাদ আগুন নিভিয়ে  ফেলা হয়। উদ্ধারকারীরা ১৪ জনকে নিহত অবস্থায় চিহ্নিত করেন।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবনে দুটি সংযুক্ত ব্লক ছিল। একটিতে দুই তলা ও অপরটিতে তিন তলা ছিল। মোট ১২টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে। গত সেপ্টেম্বরে হ্যানয়ের অন্য এক অ্যাপার্টমেন্টে অগ্নিদুর্ঘটনায় ৫৬ জন নিহত হন।

সর্বশেষ খবর