বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নাকচ

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কেজরিওয়াল

জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নাকচ

অরবিন্দ কেজরিওয়াল

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অন্তর্র্বর্তী জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ভারতে লোকসভা নির্বাচনের আগে আফগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)। দুর্নীতির ওই মামলায় ৫০ দিন কারাগারে থাকার পর নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্র্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ১১ মে তিনি জামিনে মুক্তি পান। ১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্ট তার অন্তর্র্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই নির্দেশ অনুযায়ী ২ জুন অর্থাৎ রবিবার কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। এ জামিনের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে এর আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। কিন্তু তার সেই আবেদন নাকোচ করে দেন দেশটির শীর্ষ আদালত।

সর্বশেষ খবর