বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নোয়াম চমস্কি

ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নোয়াম চমস্কি

মার্কিন ভাষাবিদ ও অধিকারকর্মী নোয়াম চমস্কি মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন চমস্কি। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। ৯৫ বছর বয়সি চমস্কির মৃত্যুর গুঞ্জন সম্পর্কে তাঁর স্ত্রী ভ্যালেরিয়া এএফপিকে বলেন, ‘এটা মিথ্যা। তিনি ভালো আছেন।’ একজন নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও ফুসফুস-বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। পরে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেন ভ্যালেরিয়া। বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে চমস্কি সমাদৃত। অধিকারকর্মী ও সমালোচক হিসেবে তিনি বেশ প্রভাবশালী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য আমেরিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অনুগত গণমাধ্যমের বড় সমালোচক তিনি। বরেণ্য এ ভাষাবিদ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে দীর্ঘদিন পড়িয়েছেন। ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের টুকসনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগ দেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত। বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের       অনেক পাঠক রয়েছেন।

সর্বশেষ খবর