বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

হুতির হামলায় ডুবে গেল গ্রিক জাহাজ

ইয়েমেনের ইরানসমর্থিত সামরিক গোষ্ঠী হুতির হামলার এক সপ্তাহ পরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবে গেছে। গতকাল লোহিত সাগর দিয়ে যাওয়া কয়লাবাহী ওই জাহাজে হামলা চালায় হুথি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে হামলার সময় ইঞ্জিনরুমে থাকা একজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ জলপথে মালিকদের এবং সামরিক বাহিনীর জন্য বাণিজ্যিক শিপিং পর্যবেক্ষণ ও ট্র্যাককারীয় সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার ‘টিউটর’ নামক ওই জাহাজটি সর্বশেষ  যেখানে দেখা গিয়েছিল, তার চারপাশে ধ্বংসাবশেষ ও তেল  দেখা গেছে। অন্যান্য জাহাজকেও এ এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। এর আগে ১২ জুন মনুষ্যবিহীন সারফেস বোট, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই জাহাজে হামলা চালায় হুথি। চলতি বছরের ২ মার্চ হুতির হামলায় ডুবে যায় ৪১ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ জাহাজ ‘রুবিমার’। এরপরেই টিউটরের ডুবে যাওয়ার খবর এলো। গত সপ্তাহেও হুতির হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পালাউয়ের পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন ও পোল্যান্ড-চালিত ‘ভারবেনা’ নামক জাহাজ।

কাঠবোঝাই জাহাজটি মালয়েশিয়া থেকে ইতালি যাওয়ার পথে হামলার শিকার হয়। এর আগে চলতি বছরের ৩ মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় হুথি। সেদিন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় এ ঘোষণা দেন। দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের  ঘোষণা দেওয়ার পর, এমন হুঁশিয়ারি দিয়েছিল হুথি।

সর্বশেষ খবর