রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হামলার রহস্য এখনো অজানা

হামলার রহস্য এখনো অজানা

ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম-পরিচয় জানালেও কেন তিনি হত্যাচেষ্টা চালিয়েছিলেন, সেই রহস্য এখনো জানাতে পারেনি মার্কিন তদন্তকারীরা। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে স্পষ্ট করেছেন, এই হামলাকে ঘিরে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনো অজানা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএফবিআইয়ের কর্মকর্তা কেন গ্রে এ ঘটনার পেছনে নিরাপত্তার ব্যর্থতাকে দোষারোপ করছেন। অন্যদিকে ট্রাম্পের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং সিক্রেট সার্ভিস। এফবিআই এজেন্টরা বলেছে, তারা হামলার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে সে বিষয়ে তদন্ত করছে এবং তাদের বিশ্বাস যে বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে। ট্রাম্পকে সুরক্ষিত রাখার দায়িত্বে ছিল সিক্রেট সার্ভিস। এখন এই সিক্রেট সার্ভিসের ওপরেই তদন্ত করছে একাধিক সংস্থা এবং বিভাগ। এফবিআইয়ের দাবি, এটি বেশ ‘আশ্চর্যজনক’ যে, একজন বন্দুকধারী কিভাবে মঞ্চে তাক করে গুলি চালাতে পারল, কিন্তু কেউ তাকে আগেই কেন পরাস্থ করল না। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট কেভিন রোজেক বলেছেন, বন্দুকধারী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তার হামলার পেছনে স্পষ্ট উদ্দেশ্যও এখনো পাওয়া যায়নি। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর