সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রায় ৫০০ ভালুক হত্যা করবে রোমানিয়া

প্রায় ৫০০ ভালুক হত্যা করবে রোমানিয়া

ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ৫০০টি ভালুককে হত্যার অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বাদামি ভালুকের হামলা থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার মধ্যে এ সিদ্ধান্ত নিল রোমানিয়ার সরকার। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় সোমবার দেশটির সংসদের জরুরি এক বৈঠকে সংরক্ষিত প্রজাতির ভালুকের অতিরিক্ত সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ৪৮১টি ভালুক হত্যার অনুমোদন দেওয়া হয়। এবার দ্বিগুণ ভালুক হত্যার অনুমোদন দেওয়া হলো, যেখানে গত বছর ২২০টি ভালুক নিধন করা হয়েছিল। ভালুক  হত্যার অনুমোদন দেওয়ার পাশাপাশি রোমানিয়ার সংসদে   ১৯ বছর বয়সি পর্বতারোহীর স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। তিনি গত সপ্তাহে রোমানিয়ার কার্পেথিয়ান পর্বতমালায় ভালুকের হামলায় মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে।

সর্বশেষ খবর