বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নির্বিঘ্নে শেষ হলো কাশ্মীরে দ্বিতীয় দফা ভোট

কলকাতা প্রতিনিধি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে শেষ হলো ভারতের জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট। রাজ্যটির ৯০টি বিধানসভা আসনের মধ্যে গতকাল ২৬ আসনে ভোট নেওয়া হয়। এর মধ্যে ১৫টি আসন কাশ্মীর ডিভিশনের মধ্যে, বাকি ১১টি আসন জম্মুর মধ্যে। ৩৫০২টি কেন্দ্রে গতকাল ভোট গ্রহণ হয়। এ দফায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৫ লাখের বেশি। এ ভোটাররাই ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন। স্বতন্ত্র দলের হয়ে সর্বাধিক ১৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ২৬ জন, ন্যাশনাল কনফারেন্সের ২০ জন, বিজেপির ১৭ জন, কংগ্রেসের ছয়জন প্রার্থী নির্বাচনি ময়দানে ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে অন্যতম ছিলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সহসভাপতি ওমর আবদুল্লাহ (বুদগাম), জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্রর রায়না (নওশেরা), কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা (সেন্ট্রাল সালটেং)। এদিকে তৃতীয় দফায় ভোটের আগে গতকাল জম্মু ও কাশ্মীরে নির্বাচনি প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘ভারতের ইতিহাসে, ১৯৪৭ সালে স্বাধীনতার লাভের পরে বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যে পরিণত হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরের সঙ্গে যেটা করা হয়েছে সেটা অন্যায়।

সর্বশেষ খবর