বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
পুলিশের হাতে তথ্য

চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়া হয় জেরিনকে

মেডিকেল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়া হয় জেরিনকে
কোন ট্রেনের ধাক্কায় বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী মুন জেরিনা আরবিন ওরফে জেরিন মীর নিহত হয়েছেন তার নাম জানতে চেয়ে রেলওয়ে পুলিশ রেলের ট্রাফিক বিভাগে চিঠি দিয়েছে। ওই চিঠিতে ট্রেনের চালক ও নির্দিষ্ট সময় জানতে চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, জেরিনের সঙ্গে স্মরণের প্রেমের সম্পর্ক এবং জেরিনকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার আগে দুজনের ঝগড়া করার বিষয়ে প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। তবে কোন ট্রেন যাওয়ার সময় জেরিনকে ধাক্কা দেওয়া হয়েছিল তা জানা যায়নি। এ ক্ষেত্রে ওই ট্রেনের চালকও একজন এ ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারেন। অন্যদিকে গতকাল জেরিনের ঘাতক সন্দেহে গ্রেফতারকৃত তার প্রেমিক স্মরণের রিমান্ডের দ্বিতীয় দিন। জিজ্ঞাসাবাদে স্মরণ জানিয়েছেন, ঘটনার দিন তিনি জেরিনকে সঙ্গে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রেললাইন ধরে হাঁটতে থাকেন। প্রায় এক কিলোমিটার হাঁটার পর তারা বনরূপা গেটের কাছাকাছি আসার পর তার সঙ্গে ঝগড়া হয়। এ সময় ঢাকার দিকে একটি ট্রেন অতিক্রম করছিল। এই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে জেরিন ছিটকে পড়ে। রিমান্ডের এ তথ্য জানিয়ে কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আরও জানান, খুব সম্ভব জেরিনকে ট্রেন অতিক্রম করার সময় ধাক্কা দেয়। ট্রেনের একটি বগির সঙ্গে ধাক্কা লাগে। তবে তথ্যটি নিশ্চিত হওয়ার জন্য কোন ট্রেন সেটি আগে জানা প্রয়োজন। এ কারণে ট্রেনের নাম, সময় ও চালকের নাম জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনরূপা রেলগেটের কাছে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী জেরিন নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর