বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

চলে গেলেন সাহিত্যিক আবদুশ শাকুর

চলে গেলেন সাহিত্যিক আবদুশ শাকুর
বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সংগীত বিশারদ আবদুশ শাকুর (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...রাজিউন। গতকাল রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গবেষণামূলক সংগীত লেখক হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। এ ছাড়া গল্প, উপন্যাস, গবেষণামূলক গ্রন্থ লিখেছেন তিনি। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে সহে না চেতনা, ভালোবাসা, উত্তর-দক্ষিণ সংলাপ, সংলাপ, ক্রাইসিস। ছোটগল্পের মধ্যে শারীর, আক্কেলগুড়ুম, আঘাত, ক্ষীয়মাণ, ধস ও বিচলিত প্রার্থনা উল্লেখযোগ্য। রম্য সাহিত্যেও রেখেছেন অনবদ্য অবদান। গবেষণমূলক গ্রন্থের মধ্যে রয়েছে, গোলাপসংগ্রহ (পুষ্পবিষয়ক), বাঙালির মুক্তির গান (দেশাত্দবোধক গান সম্পর্কে), সংগীত সংগীত, মহান শ্রোতা (সংগীতবিষয়ক), মহামহিম রবীন্দ্রনাথ, চিরনতুন রবীন্দ্রনাথ, গোলাপনামা ইত্যাদি। আবদুশ শাকুর সাহিত্যে ১৯৭৯ সালে বাংলা একাডেমী, ২০০৩ সালে অমিয়ভূষণ, ২০০৮ সালে অলক্ত সাহিত্য পুরস্কার পান। বিশিষ্ট এ সাহিত্যিক নোয়াখালী জেলার সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে ১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল আহমাদ ও মা ফায়জুনি্নসা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর এবং হল্যান্ডের আইএসএস থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনার পরে পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে যোগদান এবং বাংলাদেশ সরকারের সচিব হিসেবে অবসর নেন। আবদুশ শাকুরের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোক বার্তায় তিনি বলেন, সাহিত্যের নানা অঙ্গনে তার দখল ছিল অসামান্য। শাকুরের মৃত্যুতে দেশ একর্ কীতিমানকে হারাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর