বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

ফখরুলের এক মামলায় জামিন অন্যটিতে নাকচ

অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পেলেও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গতকাল এ আদেশ দেন। মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর হওয়ার প্রতিবাদে তার জন্মস্থান ঠাকুরগাঁওয়ে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল ও ছাত্রদল। এক মামলায় জামিন খারিজ হওয়ায় মির্জা ফখরুলকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে। তবে তিনি এর পর হাইকোর্টে যেতে পারবেন। হাকিম আদালতে নাকচ হওয়ার পর তিনি ৯ জানুয়ারি দায়রা জজ আদালতে এ দুই মামলায় জামিনের আবেদন করেন। মির্জা ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জামিন শুনানিতে বলেন, 'দুই মামলার কোনোটির এজাহারেই এ বিএনপি নেতার নাম নেই। তা ছাড়া তার বাইপাস সার্জারি হয়েছে। এ রকম অসুস্থ একজন ব্যক্তিকে কারাগারে না রেখে জামিন দেওয়া হোক।' বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি আবদুল্লাহ আবু বলেন, 'মির্জা ফখরুল অবরোধের সময় গাড়ি বের না করতে হুমকি দিয়েছিলেন। তার উস্কানি ও নির্দেশেই গাড়ি ভাঙচুর হয়েছে। সুতরাং তাকে জামিন দেওয়া উচিত হবে না।' এ দুই মামলায় এর আগে ফখরুলকে ১৭ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। আদালত সে আবেদন নাকচ করে দেন। ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করা হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলানগর থানার মামলায় ১০ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। ওই দুই মামলায় মহানগর হাকিম ও দায়রা জজ আদালতে জামিন আবেদন খারিজ হয়ে গেলে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে মতিঝিল ও সূত্রাপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে তিনি হরতালে গাড়িতে অগি্নসংযোগ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর মাসখানেক কাশিমপুর কারাগারে ছিলেন। পরে তিনি জামিনে ছাড়া পান। ঠাকুরগাঁওয়ে হরতাল : মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর হওয়ার প্রতিবাদে তার জন্মস্থান ঠাকুরগাঁওয়ে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল ও ছাত্রদল। দলীয় কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেন জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন। এ সময় যুবদলের আহ্বায়ক মুহিবুল্লাহ আবু নুর, ছাত্রদল সভাপতি রাশেদ আলম লাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর