বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

ট্রেনের ধাক্কায় বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রী জেরিন মীরের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সোমবার মধ্যরাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান তারেক (২৫) নামে এক শিক্ষানবিস সাংবাদিক নিহত হয়েছেন। নিহত তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি মাত্র দুই সপ্তাহ আগে ১ জানুয়ারি থেকে ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকায় শিক্ষানবিস রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছিলেন। রেলওয়ে পুলিশ এটিকে দুর্ঘটনা বললেও নিহতের স্বজন ও বন্ধুরা তারেকের মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে পল্লবী থানা পুলিশ সোমবার রাতে হাত-পা বাঁধা ও কপালে ছিদ্র অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, অজ্ঞাত এই ব্যক্তিকে দুই-তিন দিন আগে হত্যা করে দুর্বৃত্তরা পানিতে ফেলে দিতে পারে। কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার এএসআই সিরাজুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় মৃত্যুর সংবাদ পেয়ে কারওয়ানবাজার এফডিসির পাশে রেললাইন থেকে তারেকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। আঘাতের কারণে তার মাথা চেপ্টা হয়ে যায়। তবে শরীরের অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। নিউএজ পত্রিকার স্টাফ রিপোর্টার মুক্তাদির রশিদ রোমিও জানান, নিহত তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ২০০৫-০৬ সেশনে ভর্তি হয়েছিলেন। মাঝে তার পড়াশোনা বন্ধ ছিল। চলতি মাসের শুরু থেকে এ পত্রিকায় শিক্ষানবিস সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পত্রিকার কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর অফিসের কারও সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। তারেকের গ্রামের বাড়ি খাগড়াছড়ির পানছড়ির কলোনীপাড়ায়। তার বাবা হাফিজুর রহমান স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান। হাত-পা বাঁধা লাশ উদ্ধার : সোমবার গভীর রাতে পল্লবীর আলকী গ্রামের একটি খাল থেকে পুলিশ ভাসমান অবস্থায় অজ্ঞাত অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পল্লবী থানার এসআই মোহাম্মদ রাসেল জানান, লাশের হাত-পা বাঁধা, গলায় রশি ও কপালে ছিদ্রের চিহ্ন দেখা যায়। আলামত অনুসারে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর