বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

সুখের আশায় ভোট দিয়ে দুঃখের নহরে ভাসছে মানুষ : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, দেশের মানুষ দুই দলের শাসন, শোষণ আর দুর্নীতি দেখেছে। সুখের আশায় ভোট নিয়ে দুঃখের নহরে ভাসছে। তারা দুর্নীতি আর নৈরাজ্যের কশাঘাতে নিষ্পেষিত হতে চায় না। তাই এ দুই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি কেউই ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসবে জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি আর কোনো জোটে যাবে না। এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসবে। গতকাল বিকালে কাউনিয়া উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে জনসভায় এরশাদ বলেন, পত্রপত্রিকার জরিপ দিয়ে জনমত যাচাই হয় না। জনমত যাচাই করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, তিনি রংপুরের পুত্রবধূ বলে দাবি করেন। কিন্তু গত চার বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো কাজ করেননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক। রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আগামী নির্বাচনে রংপুরের পাঁচটি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে ঘোষণা দেন এরশাদ। জনসভায় আরও বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি আলহাজ মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আলহাজ করিম উদ্দিন ভরসা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ। এর আগে এরশাদ সকালে নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর