বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে আত্মহত্যার রেকর্ড

গত বছর মার্কিন সশস্ত্র বাহিনীতে রেকর্ডসংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সংখ্যা একই সময়ে সম্মুখযুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে পেন্টাগন জানিয়েছে। প্রতিরক্ষা সদর দফতর সূত্র সোমবার জানিয়েছে, সশস্ত্র বাহিনীর ৩৪৯ জন সক্রিয় সদস্য গত বছর আত্মহত্যা করেছে, যা ২০১১ সাল থেকে ১৫ শতাংশ বেশি। এ প্রসঙ্গে সিনেটর প্যাটি মুরে বলেছেন, এটি মহামারীর রূপ নিয়েছে। আর সেটিকে অবজ্ঞা করার কোনো উপায় নেই। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম, কর্মজীবী এবং বয়োজ্যেষ্ঠরা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। মৃত্যুর খবর আমাদের সেই বিষয়টিই মনে করিয়ে দিচ্ছে। আর আমাদের নিশ্চিত করতে হবে তারা মাঝপথে থেমে যেতে পারেন না, হারিয়ে যেতে পারেন না। গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সবচেয়ে বেশিসংখ্যক ১৮২ জন, নৌবাহিনীতে ৬০ জন, বিমান বাহিনীতে ৫৯ জন এবং মেরিন বাহিনীতে ৪৮ জন সদস্য আত্মহত্যা করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা জানিয়েছিলেন, ২০১১ সালে মন্ত্রিত্ব গ্রহণের পর তিনি যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেগুলোর মধ্যে তার কাছে সবচেয়ে হতাশাজনক ছিল আত্দহত্যার ঘটনাগুলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ৮০ মিনিটে একজন বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেন। ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর