বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

গোলাম আযম নিজামী সাঈদীর পুনর্বিচারের আবেদন : সিদ্ধান্ত ২১ জানুয়ারি

গোলাম আযম নিজামী সাঈদীর পুনর্বিচারের আবেদন : সিদ্ধান্ত ২১ জানুয়ারি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর খারিজ হওয়া পুনর্বিচারের তিন আবেদনের বিষয়ে পুনর্বিবেচনা প্রসঙ্গে গতকাল শুনানি শেষ হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ২১ জানুয়ারি আদেশ দেবেন। আসাসিপক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিপক্ষে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী শুনানি করেন। হায়দার আলী বলেন, 'সব কিছু মিলিয়ে বিবেচনা করলে বোঝা যায়, স্কাইপে হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য একটা অনিরাপদ ডকুমেন্ট। এর কোনো মূল্য নেই। তাই ফের বিচারের ব্যাপারে যে আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছেন, তা আবার বিবেচনার সুযাগ নেই।' তিনি বলেন, 'যারা স্কাইপে ডকুমেন্ট হাজির করেছেন, এর সত্যতা তাদেরই প্রমাণ করতে হবে। বিচারপতি নিজামুল হক স্কাইপে কথা বলেছেন, তা সত্য। কিন্তু যে স্কাইপে কথোপকথন প্রকাশিত হয়েছে সেটাই যে বিচারপতি নিজামুল হকের কথা, তার প্রমাণ কী?' অ্যাডভোকেট তাজুল বলেন, 'স্কাইপে ডকুমেন্ট প্রমাণের দায়িত্ব আমাদের নয়। আমরা হাজির করেছি। যারা এটা অস্বীকার করছেন, তারাই প্রমাণ করুক_ এটা সত্য নয়।' মানবতাবিরোধী অপরাধের পুনর্বিচার চেয়ে গোলাম আযম, নিজামী ও সাঈদীর করা আবেদন গত ৩ জানুয়ারি ট্রাইব্যুনাল খারিজ করে দেন। এরপর আসামিপক্ষ ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে ১০ জানুয়ারি আবার আবেদন করে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর বিচারাধীন মামলাগুলোর পুনর্বিচার চেয়ে আসামিপক্ষ থেকে কয়েকটি আবেদন করা হয়। কাদের মোল্লার পক্ষে আজও যুক্তি : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার পক্ষে অ্যাডভোকেট আবদুস সোবহান তরফদার গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আসামিপক্ষের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। তিনি সমাপনী বক্তব্যও উপস্থাপন করেন। আজ আসামিপক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ট্রাইব্যুনাল-২ এ আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সাঈদীর বিরুদ্ধে যুক্তি : দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। ট্রাইব্যুনাল-১ এ তিনি দ্বিতীয় দিনের মতো গতকাল যুক্তি উপস্থাপন করেন। এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, 'আমরা পুনরায় যুক্তিতর্ক শুরু করলেও নতুন কোনো যুক্তি দেখাচ্ছি না। সাঈদীর অপরাধের বিষয়ে আগেই আমরা তার বিরুদ্ধে যুক্তি দেখিয়েছি। তিনি একাত্তরে মানবতাবিরোধী বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।' এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ৬ ডিসেম্বর থেকে সাঈদীর বিরুদ্ধে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। কিন্তু ১১ ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলে সাঈদী পুনর্বিচারের আবেদন করেন। পুনর্গঠিত ট্রাইব্যুনাল পরবর্তীতে জানান, আসামিপক্ষ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক আবার শোনা হবে। সেই পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এরপর আসামিপক্ষ যুক্তি দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর