বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
অবৈধ ভিওআইপি

ডিজিটেকের এমডি গ্রেফতার

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ডিজিটেক পিটিই লিমিটেড সিঙ্গাপুর-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভিওআইপি সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়। ডিবি (উত্তর) মোল্লা নজরুল ইসলাম এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক কর্নেল জাকির অভিযানে নেতৃত্ব দেন। জিয়াউর রহমান ৯৭ কোটি টাকা রাজস্ব না দিয়ে অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় টেকনো সিটি নামে ডিজিটিকের চার গুণ ক্ষমতা সম্পন্ন সংযোগের অনুমোদন নেন। এতে আগের টাকা পরিশোধ না করেই তিনি বিটিসিএলকে সাড়ে ৩২ কোটি টাকার গ্যারান্টি দেন বলে অভিযোগ রয়েছে। ডিবি সূত্র জানায়, আসামি একজন রোহিঙ্গা। তাই তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এ অবৈধ অর্থ বিদেশে পাচার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অবৈধ ভিওআইপির মাধ্যমে সরকারের কোটি টাকা আত্দসাতের দায়ে মোট ছয়টি মামলা করে দুদক। এর মধ্যে গত ৫ নভেম্বর পাঁচটি এবং ১১ নভেম্বর একটি মামলা করা হয়। ৫ নভেম্বর বিটিসিএলের ছয় কর্মকর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে প্রায় ২০৫ কোটি টাকার রাজস্ব আত্দসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় পাঁচটি মামলা করা হয়। আসামিরা হলেন বিটিসিএলের সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহফুজার রহমান, মাহাবুবুর রহমান, সদস্য (রক্ষণাবেক্ষণ ও চলাচল) ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সাঈদ খান, বিভাগীয় প্রকৌশলী (আইটিএস) একেএম আসাদুজ্জামান, সাবেক বিভাগীয় প্রকৌশলী (আইটিএস) আবদুল হালিম, ডিজিটেকের এমডি জিয়াউর রহমান, এমএসআই পাওয়ার কমিউনিকেশন পিটিই লিমিটেড সিঙ্গাপুর-এর পরিচালক মাকসুদুল লতিফ, রাজটেক লিমিটেডের ব্যববস্থাপনা পরিচালক (এমডি) হাসিবুল বাসার, ক্যারিয়ার রিলেশনের পরিচালক এসএম ইসতিয়াক আহমেদ, এনটিএস গ্লোবাল পিটিই লিমিটেড সিঙ্গাপুর-এর সিইও নাজমুল কাদির, লোকাল এজেন্ট মহিউদ্দিন সিদ্দিক ও এমএস সিমপল টেলিকম লিমিটেড ইউকের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর