বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

আগে এমপিওভুক্তি পরে ঢাকা ত্যাগ

এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজধানী ছাড়বেন না নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি। সরকার দাবি না মেনে উল্টো হামলা করছে। পুলিশের পিপার স্প্রের কারণে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। একজন আত্দহত্যা করেছেন। তিনি আরও বলেন, আজ সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনশন শেষে স্পিকারকে স্মারকলিপি দিতে মৌন পদযাত্রা করা হবে। এ ছাড়া দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা বা আলোচনার পরিবেশ সৃষ্টি না করা হলে ঢাকা ছাড়ব না। পাশাপশি ২২ জানুয়ারি সংসদের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের জন্য আমরা অপেক্ষা করছি। সেখানে ইতিবাচক সুপারিশ না এলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে। উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা গত বছরের মে মাস থেকে আন্দোলন করছেন। শিক্ষক নেতারা জানান, সাত হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ১০ থেকে ১৫ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন। অচিরেই এমপিওভুক্ত না হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিম্নগামী ও একে একে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর