সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
বাকি মাত্র দুই দিন

হিসাব জমার প্রস্তুতি নেই দলগুলোর

নির্বাচন কমিশনে (ইসি) আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ নিয়ে প্রস্তুতিই নেই আওয়ামী লীগ, বিএনপিসহ বেশিরভাগ দলের। তবে জাতীয় পার্টির আজ হিসাব জমার কথা রয়েছে। অন্যদিকে, আগামী মাস পর্যন্ত সময় চেয়েছে জাতীয় পার্টি (জেপি)সহ আরও কয়েকটি দল। আগের বছরও সময় মতো হিসাব জমা দিতে পারেনি বড় রাজনৈতিক দলগুলো। সূত্র জানায়, ইসির নির্ধারিত ফরমে সুনির্দিষ্টভাবে হিসাব জমা দিতে হবে। চাঁদা আদায়ের মাধ্যমে দলের তহবিল সংগৃহীত হলে কার বা কাদের কাছ থেকে কী ধরনের চাঁদা আদায় করা হয়েছে, তাও ফরমের ছক অনুযায়ী জানাতে হবে। বিভিন্ন দলের কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, মাত্র দুই দিন বাকি থাকলেও কোনো দলই প্রস্তুত নয়। অনেক দলের কর্তাব্যক্তি জানেনই না হিসাব জমার সময় প্রায় শেষ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম দিয়ে নিরীক্ষাও করা হয়নি হিসাব। কমিশন বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব দল নিরীক্ষিত হিসাব জমা দেবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮-এর ধারা ৯ (খ)-তে বলা আছে, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে অব্যবহিত পূর্বের বছরের দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম দিয়ে নিরীক্ষা করিয়ে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর কমিশনে তথ্য দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করা যাবে। জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, হিসাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দেব। সূত্র জানায়, আওয়ামী লীগের হিসাবের নিরীক্ষা চলছে। জাতীয় পার্টির প্রেস সচিব সুনীল শুভ রায় জানান, আজ হিসাব জমা দেওয়া হবে। জামায়াত নেতা অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, 'সময় তো আছে, দেখি কবে জমা দেওয়া যায়।'
কয়েকটি দলের নেতাদের কাছে হিসাব জমার বিষয়ে জানতে চাইলে কিসের হিসাব, কোন হিসাব_এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এমনকি গত বৃহস্পতিবারও একাধিক দল হিসাবের ফরম নিতে ইসিতে যোগাযোগ করেছে। নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে সুনির্দিষ্ট ফরম পাঠানো হয়েছে। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই হিসাব জমা দিতে হবে।' 

সর্বশেষ খবর