সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানকে অপহরণ করে ৩ কোটি টাকা পণ দাবি

ইউপি চেয়ারম্যানকে অপহরণ করে ৩ কোটি টাকা পণ দাবি

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে অপহৃত হয়েছেন নীলফামারীর রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন (৩৮)। গত ২৮ জুলাই বগুড়া থেকে অপহৃত হওয়ার পর থেকে তার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। অপহরণকারীরা একেকবার একেক মোবাইলফোন নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে তিন কোটি টাকা দাবি করছে। মুক্তিপণের টাকা না পেলে তার লাশও ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নীলফামারী রংপুর ও বগুড়ার থানা পুলিশকে অবহিত করা হলেও তারা এখন পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি। ইউপি চেয়ারম্যানের বড় ভাই শরিফুল ইসলাম রঞ্জু জানান, জনৈক তয়জুদ্দিন আহম্মেদের একটি মোটরসাইকেল নীলফামারী সদর মসজিদের সামনে থেকে গত ১৭ জুলাই দুপুরে চুরি হয়। ওই মোটরসাইকেলটি উদ্ধারের জন্য রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন জলঢাকার কুখ্যাত চোর হিসেবে পরিচিত জোবায়দুলের সঙ্গে যোগাযোগ করেন। জোবায়দুল চুরি হওয়া মোটরসাইকেলটি বের করে দেওয়ার জন্য ২৪ জুলাই বেলা ২টার দিকে রংপুর পর্যটন মোটেলের সামনে উপস্থিত থাকতে বলেন। সেই কথা অনুযায়ী চেয়ারম্যান তুহিন তার কয়েকজন স্বজনকে নিয়ে মাইক্রোবাস যোগে রংপুর পর্যটন মোটেলের সামনে উপস্থিত হন। পরে তিনি মোবাইলফোনে জোবায়দুরের সঙ্গে (জোবায়দুরের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর- ০১৮২৯ ১৭৬৭১৩, ০১৮৩৭ ৭২৯১২১, ০১৭৪৬ ৬৯৭১৭২) যোগাযোগ করেন। জোবায়দুর জানায়, সে রংপুরে নেই বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে আছে। মোটরসাইকেল নিতে হলে সেখানে যেতে হবে। কথা মতো তারা ওই দিন সন্ধ্যায় সেখানে পেঁৗছে ফের মোবাইল ফোনে জোবায়দুলের সঙ্গে যোগাযোগ করেন। জোবায়দুল অন্যদেরকে বগুড়ায় রেখে চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিনকে বগুড়া-ঢাকা মহাসড়কের ২য় বাইপাস বেতগাড়ীর দিকে রিকশা নিয়ে যেতে বলেন। কিছুদূর যাওয়ার পর থেকে চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন ও জোবায়দুলের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। এ ব্যাপারে বগুড়ার শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর