সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
জামায়াতের নালিশ

ব্যক্তি বা দল ইসির টার্গেট নয় : সিইসি

কোনো দল বা ব্যক্তিকে নির্বাচন থেকে বাইরে রাখা নির্বাচন কমিশনের 'টার্গেট' নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করাই তাদের লক্ষ্য বলে জানান সিইসি। জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে বাইরে রাখতে তাদের নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে- দলটির এমন অভিযোগের জবাবে সিইসি এ কথা বলেন। গতকাল জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এদিকে জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকার সিইসির কাছে 'ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী' বিষয়ে লিখিত আবেদন জমা দেন। জামায়াতকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচন করতেই দলের নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। লিখিত আবেদনে জামায়াত বলেছে, সংবিধান ও আইন বহিভর্ূতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে সুপারিশ করা হয়েছে তা সংবিধানবিরোধী ও মানবাধিকার পরিপন্থী। বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা নিরসনকল্পে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ করেছি, বলেন এই জামায়াত নেতা। এ বিষয়ে সিইসি জানান, আইনের আলোকেই নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিচ্ছে। জামায়াত যে সুপারিশ করেছে তার আরও আইনি ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের বলেছি। আমরা তাদের বলেছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করাই আমাদের লক্ষ্য। কাউকে বাদ দেওয়ার জন্য কিছু করিনি। কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে কিছু করি না আমরা। আইন মোতাবেক কাজ করতে হয় আমাদের, বলেন কাজী রকিব। 
জামায়াতের নালিশ: এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ করল জামায়াতে ইসলামী। আগামী সংসদ নির্বাচনে জামায়াতকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছে দলের নেতারা। গতকাল ইসি সচিবালয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশনের (ইসি) আচরণ সংবিধান পরিপন্থী বলে অভিযোগ করে জামায়াত নেতারা বলেছেন, যুদ্ধাপরাধ ইস্যুতে কে ভোটার হবে, কে বাদ যাবে সংবিধানে এ ধরনের কোনো বিধান নেই। আগ বাড়িয়ে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন দলটির কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন। আবদুল্লাহ তাহের বলেন, নির্বাচন কমিশন আন্তর্জাতিক আদালতের রায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানবাধিকার বিরোধী। তাহেরের অভিযোগ, ইসি একটি মহলের এজেন্ডা বাস্তবায়নে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর